ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির ডিরেক্টরের কার্যকালের মেয়াদ বাড়ানো হলো। আরও এক বছর মেয়াদ বাড়ল আইবি প্রধান তপনকুমার ডেকার। ‘অপারেশন সিঁদুর’-এর আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্ত। এর আগেও ‘সন্ত্রাস দমন বিশেষজ্ঞ’ তপনকুমারের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল। এ সংক্রান্ত নিয়োগ কমিটি মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস তপনকুমার ডেকা। সন্ত্রাসবাদ দমনে অত্যন্ত দক্ষ এই অফিসার। বিভিন্ন সময়ে জঙ্গিদমন ও মাওবাদী দমনে তার কাজ বিশেষ ভাবে প্রশংসা পেয়েছে। এক সময় আইবির যুগ্ম ডিরেক্টর পদেও ছিলেন তিনি। ২৬/১১ হামলার তদন্তে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুধু তাই নয়, পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপের রেকর্ডও তাঁর হাতের তালুতে। পহেলগামে জঙ্গিহানা ও ‘অপারেশন সিঁদুর’-এর আবহে এই মুহূর্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালের জুন মাসে আইবি প্রধান হিসাবে যোগ দিয়েছিলেন ডেকা। ২০২৪ সালের জুন মাসে তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়। ২০২৫-এর মে মাসে আবারও তা বাড়ানো হলো।
