দেশ

কমল আইসোলেশনের সময়, নয়া নির্দেশিকা প্রকাশ করল আইসিএমআর

এবার ১৪ দিনের বদলে আইসোলেশনের থাকতে হবে ৭ দিন। নয়া নির্দেশিকায় এমনটাই জানাল আইসিএমআর। ঠিক দু’বছর আগে সংক্রমণের শুরুতে ভারতে কোভিড রোগীদের ১৪ দিন নিভৃতবাসের নিদান দেয় আইসিএমআর। নতুন রোগ। তাই সংক্রমণের তীব্রতা বুঝতেই এই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন হলে ৭ দিন আইসোলেশনে থাকলেই হবে। সেই সঙ্গে দেখতে হবে পরপর ৩ দিন যেন জ্বর না আসে। পাশাপাশি বলা হয়েছে, বাড়িতে নিভৃতবাসে থাকলে মাস্ক পরে থাকবে। এছাড়া সংক্রমিত ব্যক্তির এঁটো বাসন ইত্যাদি আলাদা করে রাখতে হবে। এই ধরনের উপসর্গহীনতা কিংবা মৃদু উপসর্গের ক্ষেত্রে আইসোলেশনে থাকার পরে নতুন করে কোভিড পরীক্ষা করানো জরুরি নয়। তবে কেউ চাইলে করিয়ে নিতেই পারেন।