আগামীকাল দুপুর ৩টে নাগাদ আইসিএসই ও আইএসসি-র দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে। আজ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। এই প্রথমবার পরীক্ষা ছাড়া আইসিএসই ও আইএসসি-র দশম , দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হচ্ছে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফলাফল জানতে পারবে। করোনাভাইরাস এবং লকডাউন পরিস্থিতিতে আইসিএসই ও আইএসসি-র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি এই বছর। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনবিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল এই বছর করোনার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না। কোভিডের বাড়বাড়ন্তের জন্য পরীক্ষা বাতিল হয়ে যায়। আগামীকাল পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে। results.cisce.org ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এছাড়াও ক্যারিয়ার পোর্টাল এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এসএমএস নম্বরটি হল ০৯২৪৮৮২৮৮৩ । ছাত্র-ছাত্রীরা পরীক্ষার ফলাফলে অসন্তোষ থাকলে অভিযোগ জানাতে পারবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, করোনা আবহে এ বছর তাদের সমস্ত পরীক্ষা বাতিল করে দেয় সিআইএসসিই কর্তৃপক্ষ ৷ গত জুন মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও অতিমারির দাপাদাপিতে সেটা আর সম্ভব হয়নি ৷ এই অবস্থায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই নম্বর পাবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা ৷ তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছে স্ক্রুটিনি বা প্রাপ্ত নম্বর পুনর্বিবেচনা করার কোনও বিকল্প থাকবে না৷ কিন্তু প্রাপ্ত নম্বর নিয়ে পরীক্ষার্থীর যদি কোনও আপত্তি থাকে, তাহলে নিজেদের স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে পারবে তারা ৷ সেক্ষেত্রে আপত্তির কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে।