করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা
Posted onAuthorবঙ্গনিউজComments Off on করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা
প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি ও বর্ষীয়ান কংগ্রেস নেত্রী করুণা শুক্লা। প্রাক্তন এই সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়ে ছত্তিশগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এবার গোমাতাদের রক্ষার জন্য গরু মন্ত্রীসভা গঠন করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানিয়েছিলেন, ‘রাজ্যে গরুদের রক্ষা ও তাদের বৃদ্ধির জন্য গরু মন্ত্রীসভা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ দফতর এই গরু মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবে।’ এবার শিবরাজ সিং চৌহান সরকার জ্বালানিতে […]
আজ দিন ভোরে মহাকাল মন্দিরে দুর্ঘটনা ৷ সোমবার ভোরবেলা ভস্মারতির সময় হঠাৎ গর্ভগৃহে আগুন লেগে যায় । তাতেই প্রায় ১৪ জন পুরোহিত দগ্ধ হন । আগুনের লাইভ ভিডিয়ো সামনে এসেছে । আহত সবাইকে জেলা হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে । সৌভাগ্য যে, মন্দিরে লাগানো ফায়ার সিস্টেমের […]
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হৃদপিণ্ডে বাইপাস সার্জারি করতে হবে বলে জানাল তাঁর সচিবালয়। শুক্রবার সকালে হঠাত্ বুকে অস্বস্তি বোধ হওয়ায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর সচিবালয়ের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শারীরিক পরীক্ষার পর চিকিত্সকরা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। সেই কারণেই শনিবার সকালে তাঁকে দিল্লির অন ইন্ডিয়া ইনস্টিটিউট […]