বাসভাড়া বৃদ্ধি নিয়ে টানাপড়েন চলছেই। তারই মধ্যে অভিযোগ উঠেছে, অবৈধ ভাবে বেসরকারি বাসগুলি যথেচ্ছ ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। শনিবার এই সংক্রান্ত এক প্রশ্নের মুখে পড়েছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও বেসরকারি বাসগুলি যাত্রীদের থেকে বেশি পরিমাণে ভাড়া আদায় করছে। পরিবহণ দফতর কি কোনও পদক্ষেপ নেবে? এমন প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, ”যদি কোনও যাত্রী বেশি ভাড়া নেওয়ার টিকিট দিয়ে থানায় এফআইআর করেন, তা হলে সেই বাসের পারমিট বাতিল করা হবে।”