সেনাবাহিনীতে নিয়োগের নয়া প্রকল্প অগ্নিপথ নিয়ে সুর আরও চড়াল কংগ্রেস। ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতা করে আজ সোমবার সন্ধেয় রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দকে স্মারকলিপি দিতে যাচ্ছেন কংগ্রেস সাংসদরা। ‘অগ্নিপথ’ প্রকল্প আসলে সেনাবাহিনীকে কতটা দুর্বল করে তুলবে এবং দেশের যে সমস্ত যুবকরা সেনায় যোগ দিতে চান, তাদের কতটা নিরুৎসাহিত করবে তা রাষ্ট্রপতির কাছে বিস্তারিতভাবে তুলে ধরবেন। তবে রাষ্ট্রপতির (President) কাছে স্মারকলিপি দেওয়ার আগেই ‘অগ্নিবীর’ নিয়োগকে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। এদিন প্রাক্তন অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পকে কটাক্ষ করে বলেন, ‘আপনি যদি গাড়িচালক, ধোপা বা নাপিত হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হয়ে উঠুন। আপনি যদি চৌকিদার হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি পকোড়া ভাজতে শিখতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি চান সেনা হতে, আবেদন করবেন না।’