বিনোদন

যাচ্ছিলেন দুবাই, মুম্বই বিমানবন্দরে আটকানো হল জ্যাকলিন ফার্নান্ডেজকে, নায়িকার নামে ইডির লুক আউট নোটিশ জারি

এর আগে বেআইনি অর্থিক লেনদেনের ঘটনায় সাক্ষী হিসাবে জেরার মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৷ এবার সেই মামলাতেই আটক হলেন তিনি ৷ রবিবার অভিবাসন কর্মকর্তারা মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকান ৷ ইডির জারি করা লুক আউট সার্কুলারের পরেই তাঁর বিদেশযাত্রা আটকানো হল ৷ বলিউডে অভিনয় করলেও ৩৬ বছরের জ্যাকলিন আদতে পড়শি দেশ শ্রীলঙ্কার নাগরিক ৷ কিন্তু, কর্মসূত্রে এখন অধিকাংশ সময় ভারতেই থাকতে হয় তাঁকে ৷ সুকেশ চন্দ্রশেখরের প্রতারণা মামলায় তাঁর পথ আটকাল ইডি ৷   উল্লেখ্য, ৯ লক্ষ টাকার পার্সি বিড়াল, ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া, গয়না সহ মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। উপহারদাতা, প্রতারণায় অভিযুক্ত সেই সুকেশ চন্দ্রশেখর।

সাম্প্রতিকতম চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এমনই দাবি করেছে। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে। জ্যাকলিনের পাশাপাশি নোরা ফতেহির নামও রয়েছে সেই চার্জশিটে। জ্যাকলিন ছাড়াও তাঁর সহকর্মী এবং নোরা ফতেহিকেও জেরা করেছে ইডি। এর আগে সাংবাদিকদের সামনে সুকেশ দাবি জানিয়েছিলেন, তিনি নোরাকে গাড়িও উপহার দিয়েছিলেন।সুকেশের আইনজীবী আগেই দাবি করেছিলেন, জ্যাকলিন এবং সুকেশ প্রেম করতেন। কিন্তু নায়িকার মুখপাত্র সে দাবি অস্বীকার করেছিলেন।