গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। একদিনে করোনার বলি ১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৭০ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৮৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৮৩ হাজার ৯৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৫৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ ৭২ হাজার ৭৫৪ জনের।