প্রিয়াংকা সেনগুপ্ত,পশ্চিম মেদিনীপুরঃ মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির ১২জন কর্মী ও সমর্থক। এঁরা সকলেই গড়বেতা ২নং ব্লকের হুমগড় পিয়াশালা ৯ নং অঞ্চলের কয়াবাদ বুথের বাসিন্দা। উল্লেখ্য,গত পঞ্চায়েত্ নির্বাচনে এখানে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল বি জে পি। গড়বেতা বিধানসভার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী জানান,বেশ কিছুদিন ধরেই গড়বেতার বিভিন্ন এলাকায় বি জে পি সদস্যরা তৃণমূলে যোগদান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নশীল কর্মকান্ডের প্রতি আস্থাই এর কারণ বলে তিনি জানান।