দেশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৭ হাজার ৯৭৫

 গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৭ হাজার ৯৭৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২,৩১৪। মোট সুস্থ হয়েছেন ৮৫,৬২,৬৪১ জন। অর্থাৎ গতকাল করোনা আক্রান্তের চেয়ে করোনা জয়ীর সংখ্যাটাই বেশি।  সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯১,৭৭,৮৪০। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।  পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর হারও। এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ৪৮০ জন। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ১,৩৪, ২১৮ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪,৩৮,৬৬৭ জন রোগী।