করোনা আবহে এবার বড় সিদ্ধান্ত নিল আয়কর দফতর। ২০২০-২১ অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার সময়সীমা বৃদ্ধি করল আয়কর দফতর। আয়কর বিধি অনুসারে, গত ৩১ মার্চ শেষ হওয়া আইটিআর-১ বা আইটিআর-৪ জমা দেওয়ার জন্য ৩১ জুলাই অবধি সময় ছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাত্, ২০২০-২১ অর্থ বছরে অর্জিত আয়ের জন্য ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এর আগে ৩১শে জুলাই পর্যন্ত ছিল সময়সীমা। কিন্তু করোনা জেরে এই সময় পরিবর্তন করল আয়কর দফতর। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি) বেশ কিছু সংস্থার জন্য রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি জরিমানা-সহ ইনকাম ট্যাক্স রিটার্ন দায়েরের সময়সীমাও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে খানিকটা স্বস্তিতে সাধারণ মানুষ।