খেলা

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত। মাত্র ১০৯ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মারা । আর এরইসঙ্গে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়ে নেয় ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর বিশ্বের এক নম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জয় অনেকটাই স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম  ম্যানেজমেন্টকে। অধিনায়ক রোহিত শর্মা দুরন্ত অর্ধশতরান করেন। ৫০ বলে ৫১ রান করেন। ৭টি চার এবং ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপর ওপেনার শুভমান গিল ৪০ রান করে অপরাজিত থেকে যান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে  মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। অনবদ্য বোলিং করেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং মহম্মদ সিরাজ।৬ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন মহম্মদ শামি।হার্দিক পান্ডিয়া ৬ ওভার বোলিং করে ৩টি মেডেন সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।এছাড়া মহম্মদ সিরাজ , শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব নেন একটি করে উইকেট। ভারতের সামনে লক্ষ্যমাত্রা দেয় ১০৯। একসময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৫/৫।সেখান থেকে কিছুটা হাল ধরার চেষ্টা করেন কিউয়ি ব্যাটাররা। গ্লেন ফিলিপ্স করেন সর্বোচ্চ ৩৫ রান।গত ম্যাচের নায়ক ব্রেসওয়েল ২২ এবং স্যান্টনার করেন ২৭ রান। গত ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ কিউয়ি টপ অর্ডার। প্রথম পাঁচজনের রানসংখ্যা একেবারে টেলিফোন ডিজিটের মতো।