ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল ভারত। আজ মুম্বইয়ে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌছল টিম ইন্ডিয়া। পাশাপাশি লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। ওডিআই বিশ্বকাপে তাদের সবচেয়ে কম রানের রেকর্ড গড়ল তারা এদিন ভারতের বিরুদ্ধে তারা ৫৫ রানে গুটিয়ে যায়। এই নিয়ে বিশ্বকাপের ৩ ম্যাচ খেলে শামি ১৪টি উইকেট নিয়ে ফেললেন। দু’ম্যাচে তিনি এক ইনিংসে ৫টি করে উইকেট নেওয়ার নজিরও গড়েছেন। এদিন ৫ ওভার বল করে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বিধ্বংসী পারফরম্যান্সের হাত ধরে ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন শামি। অবশেষে ৫০পার করার পরেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। পুরো ২০ ওভারও খেলতে পারল না তারা। ১৯.৪ ওভারে জাদেজার বলে দিলশান মদুশঙ্কা আইট হয়ে সাজঘরে ফেরেন। ৬ বলে ৫ রান করে তিনি শ্রেয়স আইয়ারকে ক্যাচ দেন। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৩০২ রানের বিশাল বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে পড়ল রোহিত ব্রিগেড। আর ২ ম্যাচ বাকি আছে ভারতের। তার আগেই শেষ চার নিশ্চিত টিম ইন্ডিয়ার।