খেলা

ইংল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে ভারত

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। শুরুতেই সাফল্য পায় ইংল্যান্ড। রোহিত শর্মা ছাড়া ভারতের টপ অর্ডার রান পায়নি। ৯ রানে আউট হন শুভমন গিল। বিশ্বকাপে প্রথম শূন্য বিরাট কোহলির। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও। বাজে শট খেলে মাত্র ৪ রানে আউট হন। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন রোহিত। অনবদ্য ব্যাটিং ভারতের নেতার। সাধারণত বড় শট খেলতে পছন্দ করেন। কিন্তু উইকেটের চরিত্র বুঝে সতর্কতায় মোড়া ইনিংস রোহিতের। তবে নিজের ভুলেই শতরান হাতছাড়া করেন। ১০১ বলে ৮৭ রানে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১০টি চার। তবে একশো না পেলেও নতুন রেকর্ড রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করেন ভারতের তারকা ক্রিকেটার। পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন। ১৮ হাজারের ক্লাবে রয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। ৩৯ রান করে ফেরেন রাহুল। হার্দিকের জায়গায় নেমে সফল সূর্যকুমার যাদব। তবে মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৪৯ রানে আউট হন সূর্য। ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান তোলে ভারত। জবাবে জঘন্য ব্যাটিং ইংল্যান্ডের। ৫০ ওভারের ম্যাচ খেলার মানসিকতা নেই থ্রি লায়ন্সদের। এবারের বিশ্বকাপের অধিকাংশ ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাটলাররা। এদিনও ৩৪.৫ ওভারে শেষ ইংল্যান্ডের ইনিংস। বুমরা, শামির আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ব্রিটিশরা।ইংল্যান্ডের কোনও ব্যাটারই রান পায়নি। সর্বোচ্চ রান লিয়াম লিভিংস্টোনের। সাত নম্বরে নেমে ২৭ রান করেন। বাকিরা এলেন এবং গেলেন। খারাপ ফর্ম অব্যাহত বাটলারের। ১০ রানে আউট হন। ভারতীয় পেসারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পরে ইংল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন শামি। ৩ উইকেট শিকার বুমরার।