দেশ বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত, চন্দ্রযান ৩ সফল সফট ল্যান্ডিং

পৃথিবীর অনেক বড় বড় দেশ যা করে দেখাতে পারেনি, তাই করে দেখাল ভারত। এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করে দেখাল। চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল, কিন্তু চন্দ্রযান-৩ ইতিহাস সৃষ্টি করল।  চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার কথা ছিল ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে। প্রাট ৫০ সেকেন্ড আগেই চাঁদে পৌঁছে গেল সে। আপাতত ২০ মিনিট বিশ্রাম নেবে বিক্রম। তারপর বিক্রমের শরীর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে চলেফিরে বেড়াবে। চন্দ্রযান-৩ মিশনের এই দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন তিনি। সেখান থেকেই ল্যান্ডিং মডিউলের সফল অবতরণ লাইভ দেখলেন তিনি। 

আরও পড়ুনঃ ১৭ মাস বেতন না পেয়েও চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণে নিরসল পরিশ্রম কয়েকশো ইঞ্জিনিয়ার এবং কর্মীরা!