দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি ফেরানোর দাবি খারিজ করল ভারত

সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় মুখ করে বলেছিলেন, তাঁর মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের যুদ্ধ-পরিস্থিতি শান্ত হয়েছে। সোমবার এ নিয়ে কোনও কথাই বলেননি মোদি। তবে আজ, মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই দাবি সোজাসুজি খারিজ করে দিল। ট্রাম্প এও বলেছিলেন, ভারত ও পাকিস্তান যদি শান্তির পথে না ফেরে তবে দুই দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য-সম্পর্কে অবনতি ঘটবে। সেই কারণেই দুই পড়শি দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়, এদিন সেই দাবিও নস্যাৎ করে দিল বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময় আমেরিকা ও ভারতের শীর্ষ নেতৃত্ব পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল, কিন্তু বাণিজ্য নিয়ে কোনও কথাই হয়নি।