গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮৫জন রোগীর ৷ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৯.২৮ শতাংশ। মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ৪ লাখ ৭২ হজার ১৬৯ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৭৪০ জন। করোনা আক্রান্ত হয়ে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন। দেশে ১৫০ কোটির বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১ জনে। তার মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২০৩ জন। দেশের ২৭টি রাজ্যে ওমিক্রন থাবা বসিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।