দেশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩০ হাজার ৫৪৯

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪২২ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৮ হাজার ৮৮৭ জন। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭। মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ০৪ হাজার ৯৫৮ জনের। সুস্থ হয়ে গিয়েছেন মোট ৩ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৩৫৪ জন। অন্যদিকে এ পর্যন্ত গোটা দেশে মোট ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।