গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৫৮ হাজার ৯৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ২ লক্ষ ১৪ হাজার ৪ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জন।