গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৯৫ জন। মৃত্যু হয়েছে ৪৩৪ জন করোনা রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬০ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৮ হাজার ২৯১ জন। এপর্যন্ত ২৩৬ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/pdWUVwychG pic.twitter.com/WiiJ3GNexm
— Ministry of Health (@MoHFW_INDIA) December 23, 2021