গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। তবে বেড়েছে দৈনিক মৃত্যুর হার। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৬২৪ জন করোনা রোগীর। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন। এই নিয়ে বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ০৫ হাজার ৬৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৩১ কোটি ১৮ লক্ষ ৮৭ হাজার ২৫৭ মানুষের এই রোগের টিকাকরণ হয়েছে।
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/XYZhhl2bv5 pic.twitter.com/aQ1ZOigqFt
— Ministry of Health (@MoHFW_INDIA) December 10, 2021