খেলা

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের, ৭৮ রানে অল আউট

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়। লিডসের হেডিংলিতে প্রথম ইনিংসে গোটা একটা দিনও ব্যাট করতে পারলেন না কোহলিরা। ভারত অল আউট হয়ে গেল মাত্র ৭৮ রানে! বাইশ গজে বল হাতে আগুন ঝরালেন জেমস অ্যান্ডারসন।ইংল্যান্ডে বিরুদ্ধে ৫ ম্যাচে সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারত। লর্ডসে দ্বিতীয় টেস্টে  ১৫১ রানে জিতেছে বিরাট বাহিনী। হেডিংলিতে তৃতীয় টেস্ট কী হবে? টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। ব্যাট করতে নেমে শেষপর্যন্ত ভরাডুবি হল ভারতের। ২১ রানে প্রথম তিন উইকেট, আর ৫৮ রানের মধ্যেই চলে গেল ৫ উইকেট। কেএল রাহুল (০), চেতেশ্বর পূজারা (১) ও বিরাট কোহলিদের (৭) দাঁড়াতে দিলেন না জেমস অ্যান্ডারসন। দ্রুত প্যাভিলিয়নে ফিরলেন রাহানে (১৮) ও ঋষভ পন্থ (২)-ও।