খেলা

মাত্র ৭৩ রানে অলআউট শ্রীলঙ্কা, নিয়মরক্ষার ম্যাচ ৩১৭ রানে জিতে সিরিজ জয় ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। রবিবার শেষ একদিনের ম্যাচে তারা শুধু লঙ্কা বধ করেনি। তৈরি করেছে এক নয়া ইতিহাস। একদিনের ম্যাচে তারা বড় ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করেছে। শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৩১৭ রানে। শ্রীলঙ্কা টেনে-টুনে মাত্র ৭৩ রান করে। ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ভারত একদিনের সিরিজ পকেটস্থ করে। রবিবারের এই ম্যাচ ভারতের কাছে ছিল নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে, শ্রীলঙ্কার কাছে ছিল আত্মমর্যাদার লড়াই। মান রক্ষা করতে গিয়ে লঙ্কা বাহিনী যে ব্যর্থ তা আর বলার অপেক্ষা রাখে না। দলের সর্বোচ্চ রান ১৯। করেছেন নুয়াইনিদু ফার্নান্দো। দ্বিতীয় সর্বোচ্চ রান কাসুন রাজিথার, ১৩। দাসুন সনাকা করেন ১১ রান। আর বাকি ব্যাটারদের রান উল্লেখ না করাই বাঞ্ছনীয়। এককথায় বাকিরা দুই অঙ্কের ঘর অতিক্রম করতে পারেননি। ম্যাচের সেরা এবং সিরিজ সেরা সম্মান কোহলিকেই দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার মেরুদণ্ড একাই গুঁড়িয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ। মাত্র ১০ ওভারে ৩২ রান দিয়ে সংগ্রহ করেন চারটি উইকটে। কুলদীপ যাদব এবং মহম্মদ শামি দুটি করে উইকেট নিয়েছেন। ভারতীয় বোলারদের সামনে শ্রীলঙ্কার কোনও ব্য়াটার দাঁড়াতেই পারেনি। ২২ ওভার যখন চলছে, সেই সময় শ্রীলঙ্কার হারিয়ে ফেলে আটটি উইকেট।