দেশ

সিকিমে আটকে থাকা ৭০ জনের বেশি পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

 সিকিমের কুপআপ ও গনাথং এলাকায় খারাপ আবহাওয়ার জন্য আটকে থাকা ৭০ জনের বেশি পর্যটক হাতেনাতে তারই প্রমাণ পেলেন। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এলেন ভারতীয় সেনাকর্মীরা। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজ থেকে জানা গেছে, বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার জন্য সিকিমের কুপআপ ও গনাথং আটকে পড়েছিলেন বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশু সহ ৭০ জনের বেশি পর্যটক। খবর পাওয়ার পর তাঁদের উদ্ধার করেন ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। সেই সঙ্গে ওই পর্যটকদের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করার পাশাপাশি গরম জামাকাপড় , প্রয়োজনীয় ওষুধ ও গরম খাবারের ব্যবস্থাও করেন তাঁরা।