দেশ

নিখোঁজ পর্বতারোহী অনুরাগের সন্ধান মিলল

অবশেষে তিন দিন পর উদ্ধার করা হল ভারতীয়ী পর্বতারোহী অনুরাগ মালোকে।বৃহস্পতিবার তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারী দল। প্রায় তিনদিন অধিক উচ্চতায় থাকার কারণে তাঁর অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই খবর জানিয়েছেন অনুরাগের ভাই সুধীর মালো। উল্লেখ্য, অনুরাগ গত সপ্তাহে অন্নপূর্ণা শিখর আরহণের জন্য রওয়ানা হয়েছিলেন বেস ক্যাম্প থেকে। গত ১৭ তারিখ সে পৌঁছয় ৬,০০০ মিটার উচ্চতায়। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনুরাগের আগে অবশ্য উদ্ধারকারী দল জীবিত অবস্থাতেই উদ্ধার করেন আর এক ভারতীয় পর্বতারোহী বলজিৎ কাউরকে। অনুরাগের লক্ষ্য ছিল ১৪টি ৮০০০ মিটার শৃঙ্গ আহরণ করা। এছাড়া সাতটি দেশের সাতটি উচ্চতর পর্বতশৃঙ্গ জয় করে জাতি সংঘের মাধ্যমে সচেতনাতার একটা বার্তা দেওয়ার লক্ষ্য ছিল তাঁর।অনুরাগ এর আগে রেক্স পরভীর চক্র উপাধি পাওয়ার পাশাপাশি ২০৪১ সাল অবধি ভারতে আন্টান্টিক ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত রয়েছেন।অন্নপূর্ণা পৃথিবীর মধ্যে উচ্চতার দিক থেকে দশম স্থানে অবস্থান করলেও মাউন্ট কিলামর হিসেবে অন্নপূর্ণা পৃথিবীর মধ্যে এক নম্বর স্থানে রয়েছে। কাজেই অন্নপূর্ণা শৃঙ্গ জয় করা পরর্বতারোহীদের কাছে একটি কঠিন ব্যাপার। এর আগেও বহু পর্বতারোহী অন্নপূর্ণার শিখর আহরণ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন অথবা তাঁদের মৃত্যু হয়েছে।