ফরাসি প্রশাসনের অনুমান ছিল বিমানে মানবপাচার করা হচ্ছে। তাই নিকারাগুয়ার উদ্দেশে যাওয়া একটি বিমানকে বিমানবন্দরে ল্যান্ড করতেই আটকে রেখেছিল ফরাসি প্রশাসন। ওই বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয়। গত চারদিনে ধরে ফ্রান্সের মাটিতে আটকে ছিল যাত্রীবাহী বিমানটি। গত, রবিবার ফ্রান্সের আদালতের তরফে বিমানটিকে ছেড়ে দেওয়ার জন্য রায় দেয়। তারপরেই একাধিক পরীক্ষানিরীক্ষা শেষে গতকাল, সোমবার দুপুরে ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় বিমানটি। আজ, মঙ্গলবার ভোর ৪টের সময় বিমানটি মুম্বই বিমানবন্দরে ল্যান্ড করেছে। যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন।
