দেশ

যাত্রীদের জন্য সুখবর! এসি-৩ টায়ার ইকোনমি টিকিটের ভাড়া কমাল ভারতীয় রেল

ভারতীয় রেলযাত্রীদের জন্য সুখবর। এসি-৩ টায়ার ইকোনমি টিকিটের ভাড়া কমাল ভারতীয় রেল। পাশাপাশি, অনলাইনে ও কাউন্টারে বুক করা, উভয় টিকিটের ক্ষেত্রেই যাত্রীরা অতিরিক্ত অর্থ রিফান্ড পেয়ে যাবে। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে, যেসব যাত্রীরা অনলাইনে এবং কাউন্টারে টিকিট বুক করেছেন, তাঁদের প্রি-বুক করা টিকিটের জন্য অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। গতবছর এসি ৩-টায়ার ও এসি ৩-টায়ার ইকোনমি একসাথে মিলিয়ে দেওয়ার জন্য যাত্রীদের প্রায় ৬০-৭০ টাকা অতিরিক্ত দিতে হয়েছিল। প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে ক্লাস হিসাবে ৩-ই চালু করার সময়, ভারতীয় রেল ঘোষণা করেছিল যে এই নতুন প্রবর্তিত কোচগুলির ভাড়া সাধারণ এসি ৩-টায়ার কোচের তুলনায় ৬-৮ শতাংশ কম হবে।  নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল্যবৃদ্ধি সত্ত্বেও, রেল এখন এসি ৩-টায়ার ইকোনমি ক্লাসের যাত্রীদেরও লিনেন সরবরাহ করবে। তবে এরজন্য ভাড়া বাড়বে না।