বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। এই নিয়ে যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়ায়। রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান। জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান রানওয়ে থেকে পিছলে কাদায় পড়ে যায়। বৃহস্পতিবার বিমানবন্দরে যাত্রীসহ কলকাতাগামী ইন্ডিগো বিমান রানওয়েতে কাদায় পিছলে যাওয়ার ফলে তা বাতিল করে দেওয়া হয়। দুপুর ২টো বেজে ২০ মিনিটে জোড়হাট থেকে যাত্রা শুরু করে ইন্ডিগোর ৬ই-৭৫৭ বিমানটি। কিন্তু একটু এগোনোর পরেই কাদায় আটকে যায় বিমানের চাকা। দীর্ঘক্ষণ চেষ্টা করেও প্রযুক্তিগত ত্রুটি ঠিক করতে ব্যর্থ হন এবং অবশেষে বিমানটি বাতিল করা হয়। তারপরই বিমানটিকে আবার বিমানবন্দরের বে-তে ফেরত আনা হয়। কোনও যাত্রীর চোট-আঘাত লাগেনি বলে আশ্বস্ত করেছে ইন্ডিগো বিমান সংস্থা।