কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই ইস্যু অন্য কারোর নাক গলানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। মঙ্গলবার আরও একবার সাফ জানিয়ে দিল ভারত। এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে। এতে কোনও নড়চড় হয়নি।’ সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রেক্ষাপটে ভারতের এই জবাব বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ তাঁর মধ্যস্থতায় এড়ানো সম্ভব হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, এদিন তাও উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, দু’পক্ষের সামরিক সংঘাত প্রচলিত রীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। পাকিস্তানের সঙ্গে আলোচনায় ভারত রাজি হলেও তা সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গেই সীমিত থাকবে বলে এদিন আরও একবার মনে করিয়ে দিয়েছে নয়াদিল্লি। গতকাল জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আলোচনা ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’ সেই মন্তব্যের প্রতিধ্বনি শোনা গিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্রের এদিনের বক্তব্যেও। সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
