বিদেশ

বাংলাই দেশের গেমচেঞ্জার, বাংলায় লগ্নি করুন, বার্সেলোনায় শিল্পপতিদের আহ্বান মমতার

বার্সেলোনায় শিল্প সম্মেলনে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের আমলা এবং শিল্পপতিরা। শিল্পপতিরা প্রত্যেক্যেই বাংলায় লগ্নির আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যেকের একই কথা ছিল যে, বাংলা পাল্টে গিয়েছে, লগ্নি করুন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বাংলা বদলে যাওয়ার কথা তুলে ধরে তিনি ২১-২৩ নভেম্বর বিজিবিএস-এ শিল্পপতিদের উপস্থিত থাকার জন্য আবেদন জানালেন। শিল্পপতি হর্ষ নেওটিয়া এদিন বাংলার মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেন। তিনি জানান, নেওটিয়া পরিবার বিগত ১২০ বছর ধরে বাংলায় রয়েছে। গত ১০-১২ ধরে আরও উন্নত বাংলা। ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।