বিনোদন

আমিরের মেয়ে ইরার বিয়ের রিসেপশনে উপস্থিত শাহরুখ-সলমন সহ গোটা বলিউড

শনিবার হয়ে গেল আমির খান কন্যা ইরা খান এবং নূপুর শিখরের গ্র্যান্ড রিসেপশন। আমির খানের মেয়ের বিয়ে বলে কথা! সুতরাং এলাহি চমক তো থাকবেই। গতকাল হয়ে গেল ইরা- নূপুরের বিয়ের গ্র্যান্ড রিসেপশন। মুকেশ আম্বানির NMACC-তে বসেছিল আমির কন্যা ইরার গ্র্যান্ড রিসেপশন। এদিন সন্ধ্যে থেকেই ইরা খান এবং নুপুর শিখরের রাজকীয় রিসেপশনে অতিথির আনাগোনা শুরু হয়। আগেই জানা গিয়েছিল যে, ইরা-নূপুরের রিসেপশনে প্রায় ২৫০০ অতিথি নিমন্ত্রিত ছিলেন। গোটা বলিউড এদিন আসর জমিয়েছিল রিসেপশনে। তবে বেশি আকর্ষণে ছিলেন সলমান খান এবং শাহরুখ খান। একটু রাত হলেও আমির খানের মেয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা। একই মঞ্চে তিন খানের উপস্থিতি পার্টির সবথেকে আকর্ষণে ছিল। বউকে নিয়ে হাজির হয়েছিলেন বাদশা। কালো বর্ণের সুটেড বুটেড হয়ে তাঁর আকর্ষণীয় লুক নজর কেড়ে নেয় সবার। এছাড়াও এদিন একটি রাত করেই দেখা মেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। একেবারে টাইট নিরাপত্তায় মুড়ে সেদিন হাজির ছিলেন তিনি। যদিও একনাথ শিন্ডের সঙ্গে আমিরের দারুণ সম্পর্ক, গতবছর গনেশ পুজোতেও তাঁর বাড়িতে গিয়েছিলেন আমির খান, শাহরুখ খান এবং সলমানও। লাল রঙের লেহেঙ্গা, নীল শেরওয়ানিতে এদিন অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল সদ্য বিবাহিত দম্পতিকে। বাবা আমির কালো পোশাকে নিজেকে মুড়িয়ে ছিলেন। এদিন ইরা-নূপুরের রিসেপশনে বসে চাঁদের হাট। উপস্থিত ছিলেন, আমিরের গোটা পরিবার, রীতেশ-জেনেলিয়া, ধর্মেন্দ্র দেওল, হেমা মালিনী, সাযরা বানু, রেখা, শ্রুতি হাসান, মাধুরি, আমিশা, কার্তিক নাগা চৈতন্য, তামিল সুপারস্টার সুরিয়া, রকুল-ভিকি, আমিরের 3 idiots ছবির সস্ত্রীক সারমান যোশী, রাজকুমার হিরানি, আশা পারেখ, সচীন তেন্ডুলকর, জাহির খান, জুহি চাওলা, নীল নীতিন মুকেশ, অনিল কাপুর, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, সোনালী বেন্দ্রে, রণবীর কাপুর, রণদীপ হুডা, ক্যাটরিনা কাইফ, এশা দেওল, সুস্মিতা সেন এবং রোমন শীল-সহ গোটা বলিউড।