ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন এক নারী। ফাতেমা মহাজেরানি ইরানের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে এই পদে নিয়োগ পেলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমা মহাজেরানিকে নতুন সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই নিয়োগ ইতিহাস সৃষ্টিকারী কারণ মহাজেরানি ইরানে প্রথম নারী যিনি এই পদে নিয়োগ পেলেন। ১৯৭০ সালে আরাক শহরে জন্ম নেওয়া ফাতেমা মহাজেরানি হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় (এডিনবরা ক্যাম্পাস) থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।