অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে গত বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISROS) শততম মিশনে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ৷ সেদিন একটি জিএসএলভি রকেটের মাধ্যমে এই নেভিগেশন স্যাটেলাইটটির সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ৷ কিন্তু, উৎক্ষেপণের চারদিন পরই সেটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হল ৷ প্রযুক্তিগত ত্রুটির কারণেই এনভিএস-02 এই সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার সকাল 6টা 23 মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-02-কে নিয়ে রওনা দেয় জিএসএলভি এফ-15 রকেট। সফল উৎক্ষেপণের সকলেই উচ্ছ্বসিত হয়েছিলেন ৷ ইসরো জানিয়েছে, যে ভালভগুলি খুলে অক্সিডাইজার প্রবাহিত হওয়ার কথা ছিল, তা না খোলায় সুনির্দিষ্ট কক্ষপথে পারেনি ইসরোর নেভিগেশন স্যাটেলাইটটি। ইসরো জানিয়েছে, নেভিগেশন স্যাটেলাইটটি এনভিএস-02 একটি উপবৃত্তাকার জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) পৃথিবীর চারপাশে ঘুরছে, যা নেভিগেশনের জন্য উপযুক্ত নয়। ISRO জানিয়েছে যে, স্যাটেলাইটের সিস্টেম এখনও স্বাভাবিক ভাবেই কাজ করছে এনভিএস-02কে তার সুনির্দিষ্ট কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য বিকল্প কৌশল নিয়ে কাজ করছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকরা। যদিও এনভিএস-02-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ঠিক কতটা সময় লাগবে, তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তেমন হলে মিশনটি বাতিলও করা হতে পারে বলে জানিয়েছে ইসরো।
