কলকাতা

কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, আদালতে জানাল কেন্দ্র

আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে সিআরপিএফ-নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানাল কেন্দ্র। তাঁর বাড়িতে সিআরপিএফ জওয়ান মোতায়েনে সমস্যা রয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলছিলেন আইনজীবী কৌস্তভ। এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৌস্তভের বাড়িতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। সিআরপিএফের অফিস থেকে কৌস্তভ বাগচীর বাড়ির দূরত্ব বিচার করেই এই সিদ্ধান্ত। ৩ মার্চ মধ্যরাতে কোনওরকম নোটিশ ছাড়াই আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে হানা দেয় পুলিশ। ৪ মার্চ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনও পেয়ে যান তিনি। এরপরই হাইকোর্টে মামলা করেন কৌস্তভ। কোর্টের অনুমতি ছাড়া কোনও থানা কৌস্তভের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দেন বিচারপতি মান্থা। কীসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ কৌস্তভের বাড়ি গেল সেই নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করার পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থা সিআরপিএফের কাছে জানতে চান, তারা নিরাপত্তা দিতে পারবে কি না। কৌস্তভ নিজেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এদিন সমস্ত রিপোর্ট আদালতে জমা পড়ে। সেখানে কেন্দ্র জানায়, কৌস্তভকে সিআরপিএফ-নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।