দেশ

আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ছে? কী জানাল আয়কর দপ্তর!

আয়কর বিভাগ নিশ্চিত করেছে, ব্যক্তিগত আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়নি এবং তা ১৫ সেপ্টেম্বর পর্যন্তই নির্ধারিত রয়েছে। সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পরে আয়কর বিভাগ এ বিষয়ে নড়েচড়ে বসে এবং এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেয়। ভুয়ো বিজ্ঞপ্তিতে প্রচারিত হচ্ছিল যে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এই ভুয়ো খবরে বলা হয়েছিল, সিস্টেমের প্রস্তুতি এবং করদাতাদের পক্ষ থেকে আসা উদ্বেগের কারণেই এই পরিবর্তিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়কর বিভাগ এই ভুয়ো খবরটিকে দেখা মাত্রই বাতিল করে দিয়েছে। তারা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল @IncomeTaxIndia থেকে একটি পোস্ট করে জানিয়েছে, একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে, আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ (যা প্রাথমিকভাবে ৩১ জুলাই ২০২৫ ছিল এবং যা পরে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়) বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ করা হচ্ছে। আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ১৫.০৯.২০২৫-ই থাকছে।