কলকাতা

হুমকি চিঠি পর ইস্তফা, গুজব বলে ওড়ালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুকাণ্ডে নয়া মোড়। প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর প্রথম গ্রেপ্তার হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী। সম্প্রতি ধৃত সৌরভকে কেন্দ্র করেই প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি পান রেজিস্ট্রার। শুক্রবার এই চিঠি পাওয়ার পরেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন স্নেহমঞ্জু বসু। এরপর থেকেই তাঁর ইস্তফা নিয়ে জল্পনা বাড়তে থাকে। ইতিমধ্যেই অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে ইমেল মারফত ইস্তফার কথাও জানিয়েছেন তিনি। আতঙ্কিত তিনি ও তাঁর পরিবার, একথাও জানিয়েছেন। রেজিস্ট্রারের ইস্তফার ইচ্ছেপ্রকাশের বিষয়টি স্বীকার করেছেন অস্থায়ী উপাচার্য। জানিয়েছেন, প্রাণনাশের হুমকি চিঠিতে অকথ্য গালিগালাজ লেখা ছিল। চিঠিটি ইমেলে তিনি পাঠিয়েছিলেন। এরপরই ফোনে যোগাযোগ করেন রেজিস্ট্রারের সঙ্গে। ইস্তফার সিদ্ধান্ত বদলের জন্য চিন্তাভাবনাও করতে বলেন। পাশাপাশি তাঁর নিরাপত্তা বাড়ানোর বিষয়েও কথা হয়। এরপরই শনিবার ইস্তফার বিষয়টি গুজব বলে মন্তব্য করেন রেজিস্ট্রার। এই মুহূর্তে ইস্তফা দিচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি।