আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা ৷ ওড়িশার পুরীতে মহাধুমধামের সঙ্গে এই অনুষ্ঠান পালিত হয় ৷ স্নানযাত্রা থেকেই রথের দিন গোনা শুরু হয়ে যায় ৷ তবে এবারের স্নানযাত্রায় কোথাও যেন বিষাদের সুর মিশে রয়েছে ওড়িশায়৷ দু’দিন আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই রাজ্য ৷ যার পরিস্থিতি স্বাভাবিক করার কাজ এখনও চলছে ৷ কিন্তু সময়কে মেনে নিয়ে চলতে হয় সবাইকে ৷ তাই নিয়ম মেনে পুরীর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে সকাল থেকে ৷ এদিন রত্নবেদি ত্যাগ করে চতুষ্পদ বিগ্রহ স্নান বেদিতে নিয়ে আসা হয় ৷ ১০৮ ঘড়া সুগন্ধি মিশ্রিত জলে স্নান করানো হয় জগতের নাথ ও তাঁর ভাই-বোনকে ৷ সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে স্নান ও পুজো শেষ হবে ৷ তারপর শুরু হয় মিলনমেলা, শৃঙ্গার ও নতুন বস্ত্র পরিধান আচারের অনুষ্ঠান ৷ দুপুর ২টোয় সাঁতারের পর হাতির কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ৷ আজ শ্রী জিয়ুস বিরল হাতির রূপ বা গজানন রূপে বনবেদিতে লক্ষাধিক ভক্তদের দর্শন দেবেন ৷ পুরীর পাশাপাশি আজ ইসকন ও হুগলির মাহেশেও করোনা বিধি মেনেই স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে।