দেশ

রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-‌মমতার

আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। পুরী থেকে মাহেশ সর্বত্রই ভক্ত সমাগম ছাড়াই পালিত হচ্ছে রথাযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। কোভিড বিধি মেনেই সেবাইতরা নিয়ম মেনে বিশেষ পূজার্চনা করছেন মাহেশে। ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী নিয়ে রথযাত্রা পালিত হচ্ছে পুরীতে। রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, ‘র‌থযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই শুভেচ্ছা। ভগবান জগন্নাথদেবকে জানাই প্রণাম। প্রার্থনা করি যে, জগন্নাথদেবের আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে মমতা ব্যানার্জি লেখেন, ‘‌রথযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথদেবের কাছে আমার সমস্ত ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি।’‌