সিকিমে ভয়াল বন্যার ফলে তিস্তা নদীতে ভেসে গিয়েছে একাধিক সেনা ঘাঁটি। সেনা শিবিরে থাকা সমস্ত সামরিক সরঞ্জাম ভাসিতে নিয়ে গিয়েছে তিস্তা। সিকিম থেকে ভেসে আসা সেনা বাহিনীর ব্যাবহারের তেমনই কোন বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটে আহত হলেন ৩ জন। দুর্গা পুজোর উৎসবের মাঝে জলপাইগুড়ি জেলার মাল থানার অন্তর্গত ক্রান্তি ব্লকের গোচিমারি গ্রামে বিষাদের সুর। আজ শুক্রবার ষষ্ঠীর বেলায় ঘটে সেই বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা ১১টা নাগাদ কৃষি জমিতে গিয়ে মাঠে এক রহস্যজনক বস্তু পড়ে থাকতে দেখেন দেবাশিস বৈদ্য নামের এক কৃষক। কৌতূহলবশত তা হাতে তুলে নিতেই বিকট শব্দে বিস্ফোরণ। সাংঘাতিক বিস্ফোরণে দেবাশিস সহ আরও দুই জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।