জামাইষষ্ঠীর দিন অফিস খোলা থাকলে অপূর্ণ থেকে যাবে শ্বশুর বাড়ি ও জামাইদের উৎসব। তাই এই দিনে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। অবশ্য জরুরি পরিষেবা দফতরের জন্য বরাদ্দ হচ্ছে না ছুটি। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ২৫ মে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর ২টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলিতে (জরুরি দফতর ছাড়া)। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও। উল্লেখ্য, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী পালিত হয়। এই বছর জামাইষষ্ঠী পড়েছে ২৫ মে। পঞ্জিকা মতে এ বছর ২৫ মে বা ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ভোর ২.২২ মিনিট থেকে। এই তিথি থাকবে ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত। এই দিনে মেয়ে ও জামাইয়ের মঙ্গলকামনায় দেবী ষষ্ঠীর কাছে পুজো দেওয়া হয়।