বিনোদন

৪ দিনেই ৫৩১ কোটি পার, নয়া রেকর্ড গড়ল ‘জওয়ান’

জওয়ান জ্বরে কাবু গোটা দেশ৷ মুক্তির মাত্র ৪ দিনের মধ্যেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘জওয়ান’৷ অ্যাটলি পরিচালিত শাহরুখের এই ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই ৫০০ কোটি পার করল৷ গত শনিবার পর্যন্ত তিনদিনে প্রায় ৩৮৬ কোটি টাকার ব্যবসা করেছিল জওয়ান৷ এবার বিশ্বব্যাপী ৫০০ কোটি পার করতেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের৷ মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল ক্রিন সব জায়গাতেই হাউজফুল ছিল ‘জওয়ান’-এর শো ৷ দেশ থেকে বিদেশ সর্বত্র সুপারহিট এই ছবি৷ মুক্তির প্রথম দিনে ১২৫ কোটি টাকা, দ্বিতীয় দিন ১০৯ কোটি, তৃতীয় দিন ১৪০ কোটি,রবিবার গোটা বিশ্ব জুড়ে ১৫৬ কোটি টাকা আয় করেছে এই ছবি৷ সব মিলিয়ে ৪ দিনের মধ্যেই ৫৩১ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি৷ বলিউডের সিংহাসন যে তাঁর নিজের, তা যেন আরও একবার হাতে কলমে প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং এই ছবি যে নতুন রেকর্ড গড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ ছবির মুক্তির দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা৷ কাকভোর থেকে ছবির শো দেখতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিল শাহরুখ ফ্যানেরা ৷ ছবির অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা গেছিল ‘জওয়ান’ নিয়ে ঠিক কতটা উত্তেজনা টগবগিয়ে ফুটছে ভক্তদের ৷ পাঠান-এর বিশ্বজোড়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো৷ মুক্তির পর থেকে মাত্র ৪ দিনের মধ্যে যেভাবে রেকর্ড গড়ছে শাহরুখ তা থেকেই বোঝাই যাচ্ছে আগামী দিনে পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন কিং খান৷