বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্যসভায় জয়ী হলেন জহর সরকার। আজই রাজ্যসভায় মনোনয়ন পেশের শেষদিন ছিল। আর তৃণমূল ছাড়া অন্য কোনও দলের তরফে প্রার্থী দেওয়া হয়নি, তাই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হলেন প্রাক্তন আমলা জহর সরকার। আজই তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলেন প্রসারভারতীর প্রাক্তন সিইও। জানা গিয়েছে মোদি সরকারকে আক্রমণ করতেই আজ রাতে দিল্লি উড়ে যাবেন জহর সরকার। তবে কবে শপথ নেবেন তা নিজের দলের সাংসদদের উপরই সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দিয়েছেন জহর সরকার। তবে দ্রুত শপথ নিয়েই রাজ্যসভায় বাদল অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন জহর সরকার। যেহেতু জহর সরকারের বিরুদ্ধে কোনও প্রার্থী ছিল না, তাই আজ বিধানসভায় তাঁকে জয়ী সার্টিফিকেট দেওয়া হয়েছে। এদিন বিধানসভায় জহর বাবুর সার্টিফিকেট নেওয়ার সময় সঙ্গে ছিলেন বিধায়ক তথা বিধানসভাত মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ মুখ্য সচেতক তাপস রায়। এদিন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর জহর বাবু জানিয়েছেন, ‘আমি আরও একটি সুযোগ পেলাম। যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লিখে এবং নানা মঞ্চ থেকে প্রতিবাদ করেছি, এবারও সেই প্রতিবাদ করব। রাজনীতির জন্য অনেক ব্যাটসম্যান আছে, ওরা যেখানে আমাকে কাজে লাগাবে সেখানেই কাজ করব।’