কলকাতা পুরনির্বাচনে ডিউটি শেষ করে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন ৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ তবে চিকিৎসার সময় মেলেনি ৷ তার আগেই মৃত্যু হল জয়নগর-২ ব্লকের বিডিওর ৷ জনপ্রিয় এই প্রশাসনিক আধিকারিকের এমন অকস্মাৎ মৃত্যুতে গভীর শোকাহত এলাকাবাসী ৷ কলকাতা পৌরসভা নির্বাচনে ১০ নম্বর বরোতে যোধপুরপার্ক বয়েজ স্কুলে ডিউটিতে ছিলেন জয়নগর-২ ব্লকের বিডিও মনোজ মল্লিক ৷ গতকাল ডিউটি সেরে ভোর ৩টে নাগাদ নিমপীঠে নিজের কোয়ার্টারে ফেরেন মনোজ ৷ ফিরেই অসুস্থ বোধ করেন ৷ তড়িঘড়ি পাশেই শ্রীরামকৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই শোওয়া তিনটেয় মৃত্যু হয়েছে তাঁর ৷ মাত্র ৪২ বছর বয়সে বিডিওর এমন মৃত্যুতে শুধু পরিবারই নয়, ধাক্কা খেয়েছে গোটা এলাকা ৷ কারণ একজন সুদক্ষ আধিকারিক হিসাবে পরিচিত ছিলেন মনোজ l মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্র-কন্যাকে ৷