কলকাতা

অভিষেকের অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

শিক্ষক পদে চাকরি প্রার্থীদের আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার রাজপথে। ২০১৪ টেট পরীক্ষার্থীরা নিয়োগ চেয়ে বিক্ষোভ শুরু করেন এক্সসাইড মোড়। নিয়োগ চেয়ে বাসের চাকার নীচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। সেখান থেকে পুলিশ তাদের সরাতে গেলে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একদল ছুটে গিয়ে কাছেই ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে। নিয়োগের দাবিতে অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বাসে তুলে সেখান থেকে সরানোর চেষ্টা করতেই ছেলে-মেয়েরা বাসের চাকার নীচে শুয়ে পড়েন। চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে পুলিশকর্মীরা প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে পরিস্থিতি আরও অবনতি ঘটে। আন্দোলন সামলাতে রীতিমতি হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা। পুরো পরিস্থিতি সামাল দিতে বিপুল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে।