রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নিজের গ্রেফতারি নিয়ে একযোগে বিজেপি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করলেন তিনি ৷ বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারের পরে শুক্রবার সকালে ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে মন্ত্রী বলেন, এটা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত ৷ গ্রেফতারের পর নিয়ম অনুয়ায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে ৷ প্রাক্তন খাদ্য মন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর এই গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই রাজ্যনৈতিরক মহলে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ এই প্রথম নয় গ্রেফতার হওয়ার পর ইডির দফতরে যাওয়ার সময়ও তাঁর গ্রেফতারির নেপথ্যে চক্রান্ত আছে বলে দাবি করেন তৃণমূলের এই শীর্ষনেতা। তাঁর মধুমেহ আছে ৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তদন্তকারীরা জ্যোতিপ্রিয় মল্লিকের দেখাশোনা করবেন। বৃহস্পতিবার ভোর থেকে শেষ রাত পর্যন্ত রাজ্যের বনমন্ত্রীর বাড়িতে তল্লাশি করেন ইডি আধিকারিকরা ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেন তাঁরা ৷ এই সকল গুরুত্বপূর্ণ নথিপত্র সরাসরি রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত । এমনটাই খবর ইডি সূত্রে ৷ প্রাথমিক পর্বে কিছু নথি উদ্ধারের পর মন্ত্রীর জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ দীর্ঘ জেরার পর ভোর ৩টে ২৫মিনিট নাগাদ রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি।