কলকাতা

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব হলেন জ্যোতিপ্রিয় মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের জন্য নির্দেশিকা জারি। নয়া সচিব হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বর্তমানে তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। আপাতত তিন বছর তিনি সচিবের কাজ সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ ফাঁকা ছিল। সংসদের ওএসডি সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। আজ স্কুল শিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা জারি করা হল।