জেলা

কল্পতরু উৎসবে এবারও বন্ধ থাকবে কাশীপুর উদ্যানবাটির গেট

করোনার জেরে এবারও কল্পতরু উৎসবরে সময় কাশীপুর উদ্যানবাটি আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আশ্রমের মূল গেট বন্ধ থাকবে। তবে কাশীপুর মঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে কল্পতরু উপলক্ষে মঠে ঠাকুরের পূজাপাঠ, হোমাদি সহ নানা অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন ভক্তরা। উদ্যানবাটি সূত্রে এ কথা জানা গিয়েছে। সেদিন ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতি দিয়ে শুরু হবে অনুষ্ঠানের সূচনা। এরপর চলবে ঠাকুরের বিশেষ পুজো, হোম। সকাল সাড়ে সাতটা থেকে শ্রীশ্রী ঠাকুরের নীচের ঘরে ভক্তিগীতি, পাঠ এবং সন্ধ্যায় আরতির পর অনুষ্ঠিত হবে ভজন। উল্লেখ্য, ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে৷ এবছর কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। তবে রীতি মেনে হয় পুজো। বন্ধ ছিল বাগবাজারে মায়ের বাড়িও।