জেলা পুজো

সাহাড়া কালী বাড়িতে কল্পতরু উৎসবে ভক্তের ঢল

নিউ ব্যারাকপুরঃ আজ ১ জানুয়ারী । আজকের এই দিনটি একদিকে যেমন ইংরেজি নববর্ষ হিসেবে মাতাত্ম্য রাখে। অন্যদিকে, আজকের এই দিনেই পালিত হয় কল্পতরু উৎসব। আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু হয়েছিলেন। দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি সহ শহরের বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে কল্পতরু উৎসব। এই উৎসবেই মেতে উঠেছে বি টি কলেজ এলাকার সাহাড়া কালী বাড়ি। যেখানে আজ প্রায় ১৫-২০ হাজার মানুষের সমাগম ঘটেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সকলেই এখানে প্রসাদ গ্রহণ করছেন। তবে এই বৃহৎ কর্মকান্ডের কাণ্ডারি হলেন সুদীপ্ত ব্যানার্জী। তিনি বি টি কলেজ এলাকারই বাসিন্দা। তিনি সাহাড়া কালী বাড়ির সঙ্গে অতঃপ্রতোভাবে জরিয়ে আছেন। বিগত ২৩ বছর ধরে তিনি এই কল্পতরু উৎসবের আয়োজন করে আসছেন। সেখানে তিনি ভেদাভেদহীনভাবে সকলের জন্য বিনামূল্যে ভোগ গ্রহণের ব্যবস্থা করেন। এই বছরেও সেই একই নিয়মে সুদীপ্ত বাবু আয়োজন করেছেন কল্পতরু উৎসব। এ বছর ভক্তদের জন্য ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, ফুলকপির ডালনা, চাটনি এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শক্তিগড়ের ল্যাংচা ও সঙ্গে আইস্ক্রিম। আজকের উৎসবে একদিকে যেমন চলছে মায়ের মন্দিরের পুজো, ভক্তদের প্রসাদ গ্রহণ পর্ব। অন্যদিক, সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে। এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে বীরভূম থেকে বাউল এসছেন। পাশাপাশি থাকছেন অহনা, সুজয়-এর মতো খ্যাতনামা শিল্পীরাও। সব মিলিয়ে সুদীপ্ত বাবুর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। দেখুন ভিডিও –

ক্যামেরাঃ ডি মুখার্জী