আপ সরকারের আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় শনিবার টানা নয় ঘন্টা ধরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেজক্টরেটের আধিকারিকরা। যদিও তাতেও নিস্তার মিলছে না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যার। এদিন রাতে জেরা শেষ হওয়ার পরে ফের তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার জড়িত থাকার তথ্য মিলেছে বলে দাবি ইডি আধিকারিকদের। গত ৯ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
যদিও রাজনৈতিক কর্মসূচির কারণে ওই দিন হাজিরা দিতে পারবেন না জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন কেসিআর কন্যা। সেই অনুরোধে সাড়া দিয়ে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন ইডির আধিকারিকরা। সেই সমন মেনে এদিন সকাল এগারোটার সময়ে ইডি দফতরে পৌঁছন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা। শুরু হয় জেরা। মাঝে মধ্যাহ্ন বিরতির জন্য খানিক বিশ্রাম দেওয়া হয়। তার পরে শুরু হয় দ্বিতীয় পর্বের জেরা। টানা নয় ঘন্টা জেরা শেষে রাত আটটার পরে ইডির দফতর থেকে বেরোন কে কবিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ নিয়ে অবশ্য সাংবাদিকদের কাছে মুখ খোলেননি তিনি। এদিন ৯ ঘন্টা জেরা শেষ হওয়ার পরে ফের রাতেই নোটিশ পাঠিয়ে আগামী ১৬ মার্চ কবিতাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি।