বুধবারও দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি রয়েছে দিল্লিতে। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম দিল্লিতে পা রেখেছেন তিনি। মঙ্গলবার থেকেই তৃণমূল সুপ্রিমো বৈঠক করেছেন একের পর এক বিরোধী নেতাদের সঙ্গে। এদিন সনিয়ার সঙ্গে চা-চক্র সেরে সাউথ অ্যাভিনিউয়ে অভিষেকের বাসভবনে চলে যান মমতা বন্দ্যোপাধায়। দিল্লি গেলে সেখানেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে ৬টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 181, সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় বেশ বড় আকারের ফুলের তোড়া নিয়ে ঢুকতে দেখা যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁকে আগেই সময় দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এরপর ঘণ্টাখানেক ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। কেজরিওয়াল ও মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী নিয়ে আলোচনা হল, তা নিয়ে দু’তরফেই কিছু বলা হয়নি। বৈঠক সেরে বেরিয়ে যান কেজরিওয়াল। তবে সূত্রের খবর, এদিন মোদি বিরোধী জোট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। টুইটে কেজরিওয়াল জানান, মমতাকে তাঁর সদ্য বিধানসভা নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজনীতি নিয়েও যে আলোচনা হয়েছে তাও স্পষ্ট করেন আপ নেতা ৷ তাঁদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷